
নিজস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে গোরেগাঁও একটি সাততলা ভবনে আগুন লাগে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
সূত্রে খবর, ভোর বেলায় আগুন মুহূর্তের মধ্যে একতলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাইরে বেরোতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকে পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন আবাসিক বহুতলের ছাদে উঠে যান। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এরপর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি।