
রাত্রি গুপ্তা, মুম্বাইঃ বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী। কার্যত জলের তলায় মায়া নগরী মুম্বই। শুক্রবারের পর শনিবারও বৃষ্টি অব্যাহত মুম্বই সহ মহারাষ্ট্রে সিংহ ভাগ। মুম্বই, থানে, নবি মুম্বই, পনভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
কার্যত জলের তলায় মায়া নগরী মুম্বই। শুক্রবারের পর শনিবারও বৃষ্টি অব্যাহত মুম্বই সহ মহারাষ্ট্রে সিংহ ভাগ। মুম্বই, থানে, নবি মুম্বই, পনভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে পুরকর্মীদের। এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আর্জি জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। বন্যা সম্পর্কিত সমস্যার জন্য ১৯১৬ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।
মুম্বই শহরের ওর্লি, বানতারা ভবন, কুর্লা ইস্ট, কিং সার্কেল, দাদর, বিদ্যাবিহার এলাকায় রেলের ট্র্যাক ফের জলের তলায়। যার ফলে ব্যহত ট্রেন পরিষেবা। সব মিলিয়ে চরম সমস্যায় মুম্বইবাসী।
মুম্বাইয়ের বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ।