
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ নিট ইস্যুতে লোকসভায় আলোচনার দাবি জানায় বিরোধীরা। এই দাবিতে ইন্ডিয়া ব্লকের সাংসদরা সরব হতেই লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ। তুমুল হইহট্টগোলের মধ্যে শুক্রবার গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা
নিট ইস্যুতে উত্তাল লোকসভা। বিরোধীরা নিট ইস্যুতে আলোচনার দাবিতে সরব হন। হইহট্টগোলের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। তখন এদিনের মত গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। কংগ্রেসের তরফে এ বিষয়ে লোকসভা অধিবেশনের একটি ভিডিয়ো ক্লিপ এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। তাতে স্পিকার ওম বিড়লার উদ্দেশে বিরোধীদল নেতা রাহুল গান্ধীকে মাইক চালুর অনুরোধ করতে শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে প্রসঙ্গত, লন্ডনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের একাংশের সঙ্গে একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন রাহুল। সেখানে তিনি লোকসভায় তাঁর মাইক বন্ধের অভিযোগ করেছিলেন।