
বিহারের ৮টি আসনঃ নালন্দা, পটনা শহিব, পাটলিপুত্র, আরহ, বক্সার, সাসারাম, কারাকাট, জাহানাবাদ
হিমাচল প্রদেশের চারটি আসনঃ কাংগারা, মাণ্ডি, হামিরপুর, শিমলা
ঝড়খণ্ডের তিনটি আসনঃ রাজমহল, দুমরা, গোড্ডা
ওড়িশার ছয়টি আসনঃ ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, জয়পুর, কেন্দ্রপাড়া, জহৎসিংপুর
পঞ্জাবের ১৩টি আসনঃগুরুদাসপুর, অমৃতসর, খাদুর সাহিব, জলন্ধর, হোশিয়ারপুর, আনন্দপুর সাহিব, লুধিয়ানা, ফতেগর সাহিব, ফরিদকোট, ফিরোজপুর, বাথিন্ডা, সাঙ্গরুর, পাতিয়ালা
উত্তর প্রদেশের ১৩টি আসনঃ মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশি নগর, দেওরিয়া, বাঁশগাওয়া, ঘোসি, সালেমুপর, বাল্লিয়া, গাঝিপুর, চান্দাওলি, বারণসী, মির্জাপুর, রোবার্টসগঞ্জ
পশ্চিমবঙ্গের নয়টি আসনঃ দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর
চণ্ডীগড়ের একটি আসনঃ চণ্ডীগড়