
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ আপের আরও চারজন সিনিয়র লিডার গ্রেফতার হবেন, এমনটা আশঙ্কাই প্রকাশ করলেন আপ নেত্রী অতিশী। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, সাংসদ রাঘব চাড্ডা ও বিধায়ক দুর্গেশ পাঠক এবং তাঁকে গ্রেফতার করতে চইছে। আপ নেত্রীর এই মন্তব্যের পর তোলপাড় রাজধানীতে।
কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন আম আদমি পার্টির নেত্রী অতিশী। মঙ্গলবার আপ নেতৃ দাবি করেন, বিজেপি তরফে তাঁকে দলে যোগদান করার প্রস্তাব দেওয়া হয়েছে। অতিশী আশঙ্কা প্রকাশ করেন বিজেপি’তে যোগ না দিলে আগামী একমাসের মধ্যে ইডি আমাকে গ্রেফতার করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার আম আদমি পার্টিকে ধ্বংস করে দিতে চাইছে।
এখানেই শেষ নয় অতিশী আরও বলেন, ‘ওরা আমায় গ্রেফতার করবে। সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চড্ডাকেও গ্রেফতার করা হবে। বিজেপি ভেবেছিল অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আম আদমি পার্টি ভেঙে পড়বে।
আপ নেত্রী আরও বলেন, দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা ব়্যালি এবং অন্য দলগুলির আম আদমি পার্টির প্রতি সমর্থন দেখে ওরা ভয় পেয়ে গিয়েছে বিজেপি। ওরা এখন আম নেতাদের জেলে ভরার চেষ্টা করছে। প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী পরিনীতি চপড়ার স্বামী হলেন আপের সাংসদ রাঘব চাড্ডা।