
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ মাওবাদীদের চরম হুঁশিয়ারি দিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেঁধে দিলেন নকশালদের ডেড লাইন। শাহের হুঁশিয়ারি, মাওবাদীরা যদি তার আগেই অস্ত্র না ছাড়ে এবং আত্মসমর্পণ না করে, তাহলে ফল আরও ভয়ঙ্কর হবে।
মাওবাদীদের শেষ কবে! তারই ‘ডেডলাইন’ দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন মাওবাদীদের। ২০২৬ সালের মধ্যেই ভারত থেকে নকশাল আতঙ্ক মুছে যাবে বলে দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিজ্ঞাবদ্ধ দেশ থেকে নকশাল আতঙ্ক পুরোপুরি শেষ করতে চান। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যেই তা শেষ হবে! শাহের হুঁশিয়ারি, মাওবাদীরা যদি তার আগেই অস্ত্র না ছাড়ে এবং আত্মসমর্পণ না করে, তাহলে ফল আরও ভয়ঙ্কর হবে।
অমিত শাহের দাবি, মাওবাদীরা একসময়ে নেপালের পশুপতিনাথ থেকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি পর্যন্ত করিডর তৈরির চেষ্টা করেছিল। কিন্তু মোদী সরকার সেই পরিকল্পনা সফল হতে দেয়নি। পাশপাশি তিনি তথ্য দিয়ে এও জানান, শেষ কয়েক বছরে কতজন মাওবাদীকে খতম করা সম্ভব হয়েছে। মাওবাদী হামলার কারণে ক্ষতিগ্রস্ত তাঁদের সরকারি সাহায্য মিলবে বলেও আশ্বাস দিয়েছেন অমিত শাহ। উল্লেখ্য সাউথ এশিয়া টেররিজ্যিম পোর্টালের রিপোর্ট বলছে, ২০২৪-এর প্রথম ৬ মাসের মধ্যেই ছত্রিশগড়-এ ১৬৪-র মধ্যে ১৪২ জন মাওবাদী নিকেশ হয়েছে।