
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ ইউজিসি নেট বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অভিযোগ উঠেছে ইউজিসি নেট পরীক্ষাতেও অনিয়ম হয়েছে। পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই ইস্যুকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল।
নিট নিয়ে বিতর্ক চলছে দেশে জুড়ে। তার মধ্যেই বুধবার, পরীক্ষার একদিন পর, ইউজিসি নেট বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অভিযোগ উঠেছে ইউজিসি নেট পরীক্ষাতেও অনিয়ম হয়েছে। পরীক্ষা বাতিল করার দিনই কেন্দ্র জানিয়েছিল, এই ঘটনার তদন্ত করবে সিবিআই। সেই তদন্তেই উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, পরীক্ষার দু’দিন আগে ডার্ক ওয়েবে এর প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তার দাম উঠেছিল ৬ থেকে ৭ লক্ষ টাকা।
আর এই সূত্রকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল। যার উত্তাপের তাপ লেগেছে দিল্লি থেকে কলকাতা। পাটনা থেকে কোচি। বৃহস্পতিবারের পর শুক্রবার ও যার ব্যতিক্রম হল না।
তবে প্রশ্ন কোথা থেকে ফাঁস হয়েছে, কারা এর পিছনে রয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্তকারীদের অনুমান, নেট প্রস্তুতির জন্য যে সমস্ত কোচিং সেন্টার আছে, সেখান থেকে এই প্রশ্ন ফাঁস হলেও হতে পারে। ইতিমধ্যে কোচিং সেন্টারগুলির ওপর বিশেষ নজর দিয়েছে সিবিআই।
ইতিমধ্যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া তাদের লক্ষ্য। তাই কয়েক দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করা প্রসঙ্গে সরকারের গাফিলতির দায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
তবে কবে ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, ন্যাশেনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবার, ১৮ জুন ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল। ৯ লক্ষের ওপর পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। কিন্তু ঠিক তার পরের দিনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়ে দেয়, সেই পরীক্ষা বাতিল। তাঁদের তরফে এও জানানো হয়েছিল, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি বুধবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে জানতে পেয়েছিল ওই পরীক্ষায় কিছু অনিয়ম হয়েছে।