
স্পোর্টস ডেস্কঃ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। পাকা করে নিল এশিয়া কাপের সুপার ফোরের টিকিট।
প্রথম পাঁচ ওভারের মধ্যেই তিনটি ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি ও ঈশান কিষাণ। তার সুযোগ নিয়ে ওপেনিং জুটিতে ৬৫ রান তুলে নেন আসিফ শেখ (৫৮) ও কুশল ভুরতেল (৩৮)। কিন্তু চটজলদি উইকেট তুলে নেপালকে ব্যাকফুটে ঠেলে দেন রবীন্দ্র জাদেজা (৩/৪০)। যার জেরে ১৪৪/৬ হয়ে গিয়েছিল নেপালের স্কোর। সেখান থেকে দলকে ২৩০-এ পৌঁছান দেন সোমপাল কামি (৪৮), দীপেন্দ্র সিং ঐরিরা (২৯)। জাদেজা ছাড়াও সফল মহম্মদ সিরাজ (৩/৪০)।
ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারেই নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ বন্ধ ছিল খেলা। পরে বৃষ্টি থামলে ডাকওয়ার্থ লুইস নিয়মে টিম ইন্ডিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫। মারমুখী মেজাজে খেলে ২০.১ ওভারেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক রোহিত শর্মা (৫৯ বলে ৭৪ অপরাজিত) ও শুভমান গিল (৬২ বলে ৬৭ অপরাজিত)।