
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ এবার রাজধানী দিল্লিতে হদিশ মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১। বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, এক ব্যক্তির দেহে কোভিডের এই নয়া রূপের হদিস মিলেছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।
করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলতেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে দিল্লি এইমস। এনিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে বৈঠক করে এইমসের কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, জরুরি বিভাগে কোভিড স্ক্রিনিং ওপিডি চালু করা হবে। চালু হচ্ছে বিশেষ ওয়ার্ড। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ওয়ার্ডে ১২টি শয্যা রাখা হবে। গুরুতর শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর এবং কাশি রয়েছে এমন রোগীদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, চলতি বছর সেপ্টেম্বরে আমেরিকায় খোঁজ মিলেছিল করোনার নতুন এই ভ্যারিয়েন্টের। তারপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ধান পাওয়া যায় এই ভাইরাসের। ভারতের মধ্যে কেরলে প্রথম জেএন.১ এর প্রথম করোনা রোগীর সন্ধান মেলে। তারপর অন্য রাজ্যগুলিতেও ছড়িয়ে পড়ে এই উপরূপ। উল্লেখ্য, ইউরোপের একাধিক দেশের পাশাপাশি চিনেও ভ্যারিয়েন্ট জেএন.১ আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে, বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর।