
স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে থরহরিকম্প টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুতে টপঅর্ডারের বিপর্যয়। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৬ উইকেটে ৩৪। বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, জাদেজা চারজনেই শূন্য। রোহিত ফেরেন ২ রানে। যশস্বী ১৩। ১৫ রান করে লড়াই চালাচ্ছেন ঋষভ পন্থ। বেঙ্গালুরুতে প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিন টসে জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থ ছাড়া কেউ দু’অক্ষরের রানে পৌঁছতে পারেনি। কিউয়ি পেসারদের কাছে পুরো আত্মসমর্পণ ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের। ঘরের মাঠে শেষ কবে এমন শোচনীয় অবস্থা হয়েছিল মনে করা কঠিন। মেঘলা আকাশ এবং আবহাওয়ার পূর্ণ ফায়দা তোলেন নিউজিল্যান্ডের পেসাররা। উইকেটে বল সুইং করে। ৩ উইকেট উইলিয়াম ও’রৌরকির। জোড়া উইকেট ম্যাট হেনরির। একটি উইকেট নেন টিম সাউদি।
বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর টসে জিতে কেন ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা, বোঝা দায়। মঙ্গলবার সারাদিন পিচ কভারে ঢাকা ছিল। এমন পরিস্থিতিতে উইকেট থেকে সাহায্য পায় জোরে বোলাররা। তাই সাধারণত টসে জিতলে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান সংশ্লিষ্ট অধিনায়ক। কিন্তু এদিন রোহিতের সিদ্ধান্ত অবাক করার মতো। তার খেসারতও দিতে হল। পেসের সামনে ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল।
বৃহস্পতিবার খেলা নির্ধারিত সময় শুরু হয়। অবশ্য বৃষ্টির জন্য খেলা মাঝে কিছুক্ষণ বন্ধ ছিল। তখন ৩ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১৩। ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা (২), বিরাট কোহলি (০) এবং সরফরাজ খান (০)। ভারতকে ম্যাচে ফেরানোর দায়িত্ব ছিল ঋষভ এবং যশস্বীর ওপর। কিন্তু পারলেন না তরুণ ওপেনার। ৬৩ বলে ১৩ রানে আউট হন। ডাহা ফ্লপ কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজাও। খাতাই খুলতে পারেননি। দু’জনেই শূন্য রানে ফেরেন। ভারতীয় ব্যাটিংয়ে কম্পন ধরিয়ে দেয় কিউয়ি পেসাররা