
স্পোর্টস ডেস্ক :৩৬ বছর পরে ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে এসে খেলা অনেকটা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতোই ব্যাপার। কিউয়িরা কিন্তু একপ্রকার আধিপত্য দেখিয়েই প্রথম টেস্ট ম্যাচ জিতে নিল। সেই সঙ্গে টেস্ট সিরিজে ১-০-এ এগিয়ে গেল কিউয়িরা। ক্রিকেটের লম্বা ইতিহাসে ভারতের মাটিতে এসে এ নিয়ে মাত্র তিনবার টেস্ট জিতল নিউজিল্যান্ড।১৯৬৯ সালে। পরের বার টেস্ট জেতে ১৯৮৮ সালে। আর এই ২০২৪-এ এসে ফের জিতল কিউয়িরা। চিন্নাস্বামীতে ৮ উইকেটে টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে যাওয়াই কাল হল ভারতের। ভারত আর গোটা টেস্টে ঘুরে দাঁড়াতে পারল না।
জেতার জন্য কিউয়িদের দ্বিতীয় ইনিংসে দরকার ছিল ১০৭ রান। বুমরাহ-সিরাজদের হাতে পুঁজি কম। এমন অবস্থায় ভারতকে বাঁচাতে পারত বৃষ্টি। আর যদি মিরাকল ঘটাতে পারতেন ভারতের বোলাররা, তাহলে হয়তো রোহিত শর্মারা অসাধ্যসাধন ঘটাতেন বেঙ্গালুরুতে।
কিন্তু কোনওটাই হল না পঞ্চম দিনে। আউটফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। শুরুতে বুমরাহ কিউয়ি ওপেনার ল্যাথামকে ফিরিয়ে দিয়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু অন্য প্রান্ত থেকে উইকেট আর পড়ল কোথায়! নিউজিল্যান্ড দু’ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। ল্যাথাম ও কনওয়ে দুই কিউয়ি ক্রিকেটারকে সাজঘরে পাঠিয়েছেন বুমরাহ। ওই দুই উইকেট ছাড়া আর কোনও উইকেট তুলতে পারেননি ভারতের বোলাররা। ইয়ং (৪৮) ও রাচীন রবীন্দ্র (৩৯) অপরাজিত থেকে কিউয়িদের জিতিয়ে দেন।