
স্পোর্টস ডেস্ক :টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার ভারতের মেয়েদের।শুক্রবার দুবাইয়ে ৫৮ রানে হারলেন হরমনপ্রীতরা। ২০১৮ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারালেও এদিন আত্মসমর্পণ করে ভারত। ম্যাচের সেরা সোফি ডিভাইন। ৫৭ রানের পাশাপাশি তিনটে ক্যাচ নেন কিউয়ি অধিনায়ক। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ৪ উইকেটের বিনিময়ে ১৬০ রানে তোলে। ব্যর্থ ভারতীয় বোলিং। রেনুকা সাহানির জোড়া উইকেট ছাড়া বাকিরা সেরকম সুবিধা করতে পারেনি। ওপেনিং জুটিতে ৬৭ রান তোলে সুজি বেটস এবং জর্জিয়া প্লিমার। তবে ভিত গড়েন সোফি ডিভাইন। ৩৬ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের নেতার ব্যাটে ভর করেই ৪ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে ব্ল্যাক ক্যাপসরা।
রান তাড়া করতে নেমে ডাহা ব্যর্থ ভারতীয় ব্যাটিং। ১৯ ওভারে মাত্র ১০২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং লাইন আপ। সর্বোচ্চ রান হরমনপ্রীত কৌরের। ১৫ রান করেন ভারত অধিনায়ক। এর থেকেই ছবিটা পরিষ্কার। নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। যার খেসারত দিতে হল। দুবাইয়ের মাঠে দুই পেসারের কাছে আত্মসমর্পণ স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজদের। এই ধরনের ব্যাটিং ভারতীয়দের কাছে একেবারেই প্রত্যাশিত নয়। ৪ উইকেট নেন রোজমেরি মেয়ার। ৩ উইকেট লিয়া তাহুহুর। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ হরমনপ্রীতদের।