
নিজস্ব প্রতিনিধিঃ কন্যার প্রিয় বান্ধবীর অশ্লীল ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করে পুলিশের জালে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার পানিকোইলি থানা এলাকায়।
সূত্রের খবর, গত বছর প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিল বছর ১৯ এক যুবতী। তখন বান্ধবী এবং তাঁর মা বাড়িতে ছিলেন না। বাড়িতে একা ছিলেন বান্ধবীর বাবা। তিনি জানিয়েছিলেন, কিছু ক্ষণের মধ্যেই ফিরে আসবেন তার স্ত্রী-কন্যা। অঙ্কেলের কথা শুনে অপেক্ষা করছিলেন যুবতী। তখন পরিস্থিতির সুযোগে নিয়ে কন্যার প্রিয় বান্ধবীকে ধর্ষণ করেন বান্ধবীর বাবা। ইতিমধ্যে নির্যাতিতা থানায় অভিযোগ জানিয়েছেন।
লিখিত অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, ধর্ষণের সময় তার ছবি তুলেছিল ‘অঙ্কেল’। আর সেই ছবি দেখিয়ে বারবার সহবাসে জন্য চাপ দিয়ে আসছে গত এক বছর ধরে। কন্যার প্রিয় বান্ধবী সহবাসে রাজি না হয়াতে তার অশ্লীল ছবি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন অভিযুক্ত ব্যক্তি। পানিকোইলি থানার পুলিশ আধিকারিক লিজ়ারানি বিসওয়াল জানান অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে।