
নিজেস্ব প্রতিনিধি, শ্রীনগরঃ জম্মু ও কাশ্মীর পেল নয়া মুখ্যমন্ত্রী। ৩৭০ বাতিল হওয়ার ছ’বছর পর এই প্রথম মুখ্যমন্ত্রী পেল ভূস্বর্গ। শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স সঙ্গে জোটে কংগ্রেস থাকলেও সরকারে থাকছে না হাত শিবির।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লা। তাঁর সঙ্গে আট ক্যাবিনেট মন্ত্রীও শপথ নেন। ওমর-সহ ৯ জনকে শপথ বাক্য পাঠ করান জম্মু-কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং। রাজ্যের বিশেষ মর্যাদা খোয়ানোর ছ’বছর পর এই বছর প্রথম বিধানসভা নির্বাচন হয় ভূস্বর্গে। ভোটে জয়ী হয় কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট।
তবে ওমর অবদুল্লার সরকারে থাকছে না কংগ্রেস। তারা বাইরে থেকে এই সরকারকে সমর্থন জানাবে। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, একটি মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল কংগ্রেসকে। যদিও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে হাত শিবির।
ওমর আবদুল্লা ছাড়াও বুধবার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের সাকিনা ইতু, জাভেদ আমেদ রানা, জাভেদ আমেদ দর, সুরিন্দর কুমার চৌধুরী, নির্দল বিধায়ক সতীশ শর্মা। শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওমর আবদুল্লার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি, ডিএমক’র কানিমোঝি, আপ নেতা সঞ্জয় সিং, সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা-সহ আরো অনেকে।