
ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পর পর ছ’দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনা বাহিনী। মঙ্গলবার ও বুধবার মধ্যবর্তী রাতে পাক সেনা জওয়ানরা ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে পাল্টা জবাব দিয়েছেন ভারতের জওয়ানরা।
সেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, মঙ্গলবার ও বুধবার মধ্যবর্তী রাতে ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তান সেনা। শুধু তাই নয়, গুলি চালানো হয় কুপওয়ারা এবং বারামুলা জেলাতেও। আর এই ঘটনার পরেই জবাব দেয় ভারতীয় সেনার জওয়ানরা। কিন্তু কেন বার বার গুলি চালাচ্ছে পাক বাহিনী? পর্যবেক্ষকদের মতে, ভারতীয় সেনার মনোযোগ সরাতে এই কাজ করে থাকতে পারে পাকিস্তান। গুলি চালিয়ে ভারতের সেনাকে ব্যতিব্যস্ত করে দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ বা পাকিস্তানে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে তারা।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া থেকে শুরু করে পাক নাগরিকদের স্বল্পমেয়াদী ভিসা বাতিল করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমানের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ।