
স্পোর্টস ডেস্ক :পুরুষদের হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত
কেরিয়ারের শেষ অলিম্পিক্সেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ। তাঁর অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে শুক্রবার প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ হারিয়ে দিল ভারত। অলিম্পিক্সে ৫২ বছর পর পুরুষদের হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারতীয় দল। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে শেষবার অস্ট্রেলিয়ার পুরুষ হকি দলকে হারিয়েছিল ভারত। টোকিও অলিম্পিক্সে পদক জিতলেও, অস্ট্রেলিয়াকে হারাতে পারেননি শ্রীজেশরা। এবার সেই অধরা জয় এল। শুক্রবার ভারতের হয়ে জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। অপর গোল করেন অভিষেক। অস্ট্রেলিয়ার হয়ে গোল করেন টমাস ক্রেইগ ও ব্লেক গোভার্স।