
সোমনাথ মুখোপাধ্যায়ঃ লোকসভার ভিতর বুধবারের বিশৃঙ্খলার ঘটনায় আটজন অধিকারিককে সাসপেন্ড করলো লোকসভার সচিবালয়। বুধবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবারের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।
বুধবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে মাইসুরুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহারদের পাস পাওয়া গিয়েছে। বুধবার বিকেলে মাইসুরুর সাংসদ প্রতাপকে ডেকে পাঠান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। প্রতাপের কাছে জানতে চাওয়া হয় কী করে ধৃত দু’জনের গেল সাংসদের অনুমতিপত্র! সেই প্রশ্নের উত্তরেই বিজেপি সাংসদ জানান, ধৃত সাগরের বাবা তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই তিনি সাংসদের দফতরে ঘোরাফেরা করতেন। কিন্তু সাগরকে চেনেন না বলেই দাবি করেন প্রতাপ সিমহার।
বৃহস্পতিবার, তদন্তকারিরা জানিয়েছেন অভিযুক্তরা গত ১৮ মাসে একাধিকবার নিজেদের মধ্যে আলোচনা করেছেন কি ভাবে বাঁধা পেরিয়ে তারা লোকসভায় ঢুকবেন।
প্রসঙ্গত, নতুন ভবনের নিরাপত্তা জোরদার হবে বলে দাবি করা হয়েছিল বিজেপি সরকারের পক্ষ থেকে। কিন্তু বুধবারের ঘটনা নিরাপত্তার বেআব্রু চেহারা সামনে নিয়ে এসেছে। খালিস্থানী জঙ্গী নেতার সংসদ হামলার হুমকি থাকলেও কেন সরকার নিরাপত্তা জোরদার করেনি তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বৃহস্পতিবার একটি বিশেষ বৈঠক তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, অনুরাগ ঠাকুর সহ বেশ কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন বৈঠকে। বিজেপি সূত্রের খবর, বৈঠকেই বুধবারের বিশৃঙ্খলার ঘটনায় সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। মোদির বার্তা, এই ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। প্রধানমন্ত্রী আরও বলেন,এই ঘটনাটা গুরুত্ব দিয়ে দেখুন। এটা নিয়ে কোনওভাবে রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। সংসদ সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন পুরো সংসদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। কীভাবে এই ঘটনা ঘটল সেটা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, গতকালের ঘটনার জেরে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধীরা। ইতিমধ্যেই বুধবারের ঘটনায়, ৬ অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএর আওতায় মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ। মোট ৮ জন নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে।