
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ শ্রীলঙ্কার বন্দরে চিনের গবেষণাকারী জাহাজ ভিড়তে পারবে না। ভারতকে আশ্বাস দিয়েছে প্রতিবেশী দ্বীপরাষ্ট্র। সরকারি ভাবে কোনও নির্দেশিকা প্রকাশ না করা হলেও কূটনৈতিক স্তরে ভারতের কাছে এই বার্তা পাঠিয়েছে কলম্ব। এর মধ্যেই শ্রীলঙ্কা সরকার বাতিল করেছে চিনের একটি জাহাজ নোঙর করার অনুমতিও। প্রতিবেশী রাষ্ট্রের এই সিদ্ধান্তে কার্যত খানিক স্বস্তিতে কেন্দ্রের মোদি সরকার।
প্রসঙ্গত, গত নভেম্বরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকে হয়। বৈঠকে ভারতের পক্ষ থেকে চিনের গুপ্তচর জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করা হয়েছিল।