
ওঙ্কার ডেস্ক: ৭.৭ মাত্রার ভূমিকম্পের ফলে ময়ানমার ও থাইল্যান্ড বিপর্যস্ত। মৃদু কম্পন অনুভূত হয়েছে ভারতের কলকাতা ও ইম্ফলে। এই আবহে এবার ময়ানমার ও থাইল্যান্ডের পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। তিনি লিখেছেন, ‘ময়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের পরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে, আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, ময়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বিদেশ মন্ত্রককে বলা হয়েছে।’
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২.৫০ মিনিট নাগাদ মধ্য ময়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরে আফটার শকের কম্পন ছিল ৬.৮ মাত্রার। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে ভেঙে পড়েছে একাধিক বহুতল। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।