
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তিনদিনের ভারত সফরে এসেছেন, ওমানের সুলতান হাইথাম বিন তারিক। শনিবার, দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন সুলতান। বৈঠকে কূটনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত এসেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। শনিবার, দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন সুলতান। বৈঠকে কূটনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
ভারত ও ওমানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্কের মূলে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। দু’দেশের জনগণের মধ্যে পাঁচ হাজার বছর আগের যোগাযোগ খুঁজে পাওয়া যায়।
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের এট ভারতে প্রথম রাষ্ট্রীয় সফর। ভারত ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ন বলে পররাষ্ট্র বিশ্লেষকদের মতামত।
ওমানের সুলতান হাইথাম বিন তারিক শুক্রবারই দিল্লি এসে পৌঁছান। তাঁর সঙ্গে, সে দেশের শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তাদের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তার এই সফর, বলে জানা গিয়েছে।