
স্পোর্টস ডেস্ক : বিরুদ্ধে প্রথমার্ধে ছাঙতের গোলে এগিয়ে থেকেও ২-১ হার ভারতের। বলা ভালো রেফারির ভুলেই হেরে ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা অর্জন থেকে একেবারে ছিটকে গেলো টিম ইন্ডিয়া। বলা ভালো এদিন কাতারে গোলচুরির নতুন নজির!
কোরিয়ার রেফারি কিম উসুং-কে কি আর ম্যাচ দেবে ফিফা?এই প্রশ্নও উঠছে!
বল বেরিয়ে গিয়েছিল, পা দিয়ে টেনে ভেতরে এনে সমতা ফেরাল কাতার, রেফারি সমর্থন করলেন।
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেও কি ভার নেই উঠছে প্রশ্ন!এদিন ৭৩ মিনিটে ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং বল ধরতে গিয়ে ফস্কান। বল গোল লাইনের বাইরে বেরিয়ে যায়। সেখান থেকে বল টেনে নিয়ে ভিতরে ঢোকান কাতারের ফুটবলার আইমেন।রেফারি গোল দিলে ভারতীয় ফুটবলাররা প্রতিবাদ করেন কিন্তু কোনো লাভ হয়নি।শুধু এখানেই থামেননি রেফারি। এরপর রাহুল ভেকে ট্যাকেল না করা সত্ত্বেও তাকে হলুদ কার্ড দেখানো হয়। ভারতের একটি নিশ্চিত পেনাল্টির আবেদনও নাকচ করে দেওয়া হয়। ভারতের মনোবল একেবারে ভেঙে যায়।ফলস্বরূপ ৮৫ মিনিটে ২-১ করেন আলরাওয়ি গোলে পিছিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত।