
উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোট সু়ড়ঙ্গে ১৬ দিনের বন্দিদশা কাটিয়েছে ৪১ জন শ্রমিক। যাদের মধ্যে ছিলেন, উত্তরাখণ্ডের পাওড়ি গঢ়ওয়াল জেলার গব্বর সিং নেগি। আর তার কথাই শোনা যাচ্ছে উদ্ধারকারীদের মুখে মুখে। গব্বরকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বাকি শ্রমিকেরাও। কারণ ১৬ দিনের বন্দিদশায় বাকিদের যোগাসন শিখিয়েছেন বয়োজ্যেষ্ঠ গব্বর। বিপদ এবং আতঙ্কের মধ্যেও শ্রমিকেরা যাতে মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকেন, তা সুনিশ্চিত করার চেষ্টা করে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিপদের সময় ছোটদের প্রতি কর্তব্যে অবিচল ছিলেন গব্বর। সু়ড়ঙ্গ থেকে ৪০ জন বেরিয়ে আসার পর, সবার শেষে বেরিয়েছেন তিনি। কারণ তিনি বাকিদের বলেছিল, আমি সবার বড়। সবাই বের হবার পর আমি সবার শেষে সুড়ঙ্গ থেকে বেরোব।