
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ জি-২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন দিল্লির অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। রবিবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল অক্ষরধাম মন্দির। স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে মন্দিরে যান ঋষি। ঐতিহ্য মেনে তাঁদের স্বাগত জানানো হয় মন্দিরে। ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্দিরে যাওয়ার আগে থেকেই গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। সুনককে স্বামীনারায়ণ অক্ষরধাম ঘুরিয়ে দেখানো হয়। মন্দিরের ভিতরে গিয়ে প্রার্থনাও করেন ঋষি ও অক্ষতা। স্বামী-স্ত্রী এক সঙ্গে নারায়ণ মন্দিরে পুজো দেন। হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা যায় তাঁদের। তাঁরা বিশ্বশান্তি, উন্নতি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের হোটেলে ফিরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঋষি সুনক সংবাদ মাধ্যমের কাছে বলেন, “আমি একজন গর্বিত হিন্দু”। তাঁদের প্রার্থনার ছবি মন্দিরের তরফে পোস্ট করা হয়। তা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
প্রসঙ্গত, স্ত্রীকে সঙ্গে নিয়ে জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শনিবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজেও যোগ দিয়েছিলেন তাঁরা।