
স্পোর্টস ডেস্ক :কেপ টাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৭ উইকেটে জয় পেল ভারতীয় দল। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল ভারত। দেড় দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। পেসাররাই নির্ণায়ক হয়ে গেলেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে শতরান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। তবে তাঁর পক্ষে হার বাঁচানো সম্ভব হয়নি। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭৯ রান। টি-২০ ফর্ম্যাটের মতো ব্যাটিং করে এই সামান্য টার্গেট পেরিয়ে গেলেন ভারতের ব্যাটাররা।
কেপ টাউন টেস্ট ম্যাচের প্রথম সেশনেই বোঝা গিয়েছিল, এই ম্যাচ ৫ দিনে গড়াবে না। কিন্তু পুরো ২ দিনও যে ম্যাচ হবে না, সেটা বোধহয় কেউই ভাবতে পারেননি। বুধবার প্রথম ইনিংসে ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর প্রথম ইনিংসে ভারতীয় দল ১৫৩ রানে অলআউট হয়ে যায়। প্রথম দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট খুইয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৬ রানে। শতরান করেন এইডেন মার্করাম (১০৬)। এছাড়া দক্ষিণ আফ্রিকার অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। ভারতের টার্গেট ছিল ৭৯। যশস্বী জয়সোয়াল (২৮), শুবমান গিল (১০) ও বিরাট কোহলির (১২) উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ১৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা। ৪ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার।