
স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকাকে প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে হারিয়ে একদিনের সিরিজের যাত্রা শুরু করলো কে এল রাহুলের ভারত।প্রথম একদিনের আন্তর্জাতিকে টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ২৭.৩ ওভারে ১১৬ রানেই গুটিয়ে গেল এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল। আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং অর্শদীপ সিংয়ের।এদিন ওপেনিং জুটি চূড়ান্ত ব্যর্থ হয়। রেজা হেনড্রিকস শূন্য় রানে আউট হন। এরপরের বলেই রাসি ভান ডার ডুসেনকে ফেরান আর্শদীপ সিং। একই ওভারে পরপর দুটো উইকেট নিয়ে আর্শদীপ প্রোটিয়াদের টপ অর্ডারকে ভেঙে দেন। অতীতে জাতীয় দলে সুযোগ পেলেও খারাপ ফর্মের কারণে বারবার ছিটকে গিয়েছেন। এবার আগামী বিশ্বকাপে আগে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে নামলেন তিনি। আর নেমেই সাফল্য পেলেন। এরপর টনি ডে জর্জি আউট হন। তিনি ২৮ রান করেন। অধিনায়ক এইডেন মারক্রাম করেন ১২ রান। হেনরি ক্লাসেন করেন মাত্র ৬ রান। ডেভিড মিলারকে মাত্র ২ রানে ফেরান আবেশ খান। আর্শদীপ সিং নেন পাঁচটি উইকেট। চারটে উইকেট নেন আবেশ খান ও কুলদীপ যাদব নেন একটি উইকেট।জবাবে ঋতুরাজ গায়েকর ৫ রানে আউট হলেও সাঁই সুদর্শন নিজের অভিষেক ম্যাচে জাত চেনালেন ৫৫ রানে অপরাজিত থাকেন। শ্রেয়স আইয়ার ৫২ করে আউট হলেও ভারতের জিততে অসুবিধা হয়নি। ১৬ ওভার ৪ বলেই জিতে যায় টিম ইন্ডিয়া।