
লোকসভার ডেপুটি স্পিকার পদে এমন একজনকে প্রার্থী করছে ইন্ডিয়া জোট, যা বিজেপির ভাবনা-চিন্তার বাইরে। যার নাম শুনেই বিজেপি অস্বস্তিতে পড়বে। জানতে দেখুন এই বিশেষ প্রতিবেদন, লিখেছেন ওঙ্কার বাংলার নয়া দিল্লি প্রতিনিধি সুমন্ত দাশগুপ্ত।
লোকসভার ডেপুটি স্পিকার পদে যার নাম উঠে আসছে তিনি অযোধ্যার সমাজবাদী পার্টির নেতা। ফৈজাবাদ কেন্দ্রর সাংসদ অবধেশ প্রসাদ। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের ভারচুয়াল বৈঠকে অবধেশ প্রসাদকে লোকসভার ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সপার লোকসভার দলনেতা অখিলেশ যাদবের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।
আরও জানা গিয়েছে, মমতার পরামর্শমতো অভিষেকই প্রথম প্রস্তাব রাখেন যে এমন একজনকে প্রার্থী করতে হবে যিনি বিজেপির ভাবনা-চিন্তার বাইরে। যার নাম শুনেই বিজেপি অস্বস্তিতে পড়বে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ফৈজাবাদ কেন্দ্র থেকে হেরে যায় বিজেপি। এই ফৈজাবাদের মধ্যেই পরে অযোধ্যা। সেই অযোধ্যায় রাম মন্দির নির্মান কে এবার নির্বাচনে ইস্যু করেছিল বিজেপি। কিন্তু ফৈজাবাদ কেন্দ্রেই পতন হয় বিজেপির।
গণতন্ত্রের অলিখিত রীতি অনুযায়ী, ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয় বিরোধীদের। কিন্তু নরেন্দ্র মোদি সরকার গত পাঁচ বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিল।