
নিজস্ব প্রতিনিধি: ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার ট্রফির ডে-নাইট টেস্টের আগে নতুন একাদশ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। ১-০ ব্যবধানে সিরিজ এগিয়ে ভারত। প্রথম টেস্টে দাপটের সঙ্গে জয়ী হওয়ার পর ভারতীয় দল এখন দ্বিতীয় ম্যাচেও নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে বধ্যপরিকর । তবে এই টেস্টে ভারতের প্রথম একাদশে বেশ কিছু বদল দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রোহিত শর্মা ও শুভমন গিলের প্রত্যাবর্তনের কারণে। এই পরিবর্তন ভারতীয় দলের ব্যাটার লাই আর মজবুত করতে পারে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং। তবে রোহিত শর্মার ফিরতে চলা এবং শুভমন গিলের শিরোনামে আসার পর, প্রথম একাদশে একেবারে নতুন ছক দেখা যাবে। প্রথম টেস্টে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং করেছেন, কিন্তু এখন প্রায় নিশ্চিত যে রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে ওপেনিং করবেন। এর ফলে কেএল রাহুলকে ছয়ে নামানো হতে পারে। কেএল রাহুল, যিনি মূলত ওপেনিং ব্যাটসম্যান, তাঁকে মিডল অর্ডারে নামিয়ে ভারতীয় দলের পরিকল্পনায় নতুন রকমের এক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।এর পাশাপাশি, বিরাট কোহলির জায়গায় শুভমন গিল তিন নম্বরে ব্যাটিং করতে আসতে পারেন। গিল, যিনি চলতি বছর ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন, তার জন্য তিন নম্বরে ব্যাট করার সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ।
ভারতের সাম্ভাব্য একাদশ:
১. যশস্বী জয়সওয়াল ২.রোহিত শর্মা (অধিনায়ক)
৩.শুভমন গিল
৪.বিরাট কোহলি,
৫.ঋষভ পন্থ,
৬.কেএল রাহুল,
৭.নিতিশ কুমার রেড্ডি
৮.ওয়াশিংটন সুন্দর
৯.জসপ্রীত বুমরাহ,
১০.মহম্মদ সিরাজ
১১.হর্ষিত রানা
প্রথম টেস্টে ভারতীয় দলের শুরুর একাদশে ছিলেন দেবদত্ত পাদিকাল এবং ধ্রুব জুরেল। পাদিকাল তিন নম্বরে ব্যাটিং করলেও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি, আর জুরেলও সুযোগ পেলেও তার ব্যাট থেকে রান আসেনি। এই দুটি কারণে তাঁরা পরবর্তী টেস্টে বাদ পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।