
ওঙ্কার ডেস্কঃ বছরের প্রথম ডার্বিতে হেরেছে ইস্টবেঙ্গল। তাছাড়াও মরসুমের প্রায় সব ম্যাচেই চোখে পড়েছে তাদের ডিফেন্সের ফাঁক। দুই বিদেশী ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তে ও হিজাজি মাহের সহ ডিফেন্সের বাকি প্লেয়ারদের পারফরম্যান্সে খুশি নয় ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রূজেন।সূত্রের খবর কতৃপক্ষকে তিনি জানিয়েছেন দুই বিদেশীর রিপ্লেসমেন্ট চাই তাঁর। জানা গিয়েছে, দুই ইউরোপিয়ান ডিফেন্ডার আছে তার পছন্দের তালিকায়। যদিও এই নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি ব্রুজেন বা ইস্টবেঙ্গল দল।
তবে সুত্র মারফত জানা গিয়েছে, দুই বিদেশীকে দলে নিতে যে অর্থের প্রয়োজন সে নিয়ে সমস্যা তৈরি হয়েছে দলের অন্দরে। ইতিমধ্যে মাদি তালালের জায়গায় ভেনেজুয়েলান মিডফিল্ডার রিচার্ড সেলিসকে দলে নিয়েছে তারা। কিছুদিনের মধ্যেই মাঠে নামবেন তিনি। তবে দলের প্রধান স্পনসর ইমামি জানিয়েছে, এই মুহূর্তে নতুন প্লেয়ারকে দলে নেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন তা দিতে পারবে না তাঁরা। সেই কারণে এখন অর্থ সংস্থান করছে ইস্টবেঙ্গল কর্তারা।যদি অর্থ সংস্থান হয়ে যায় কিছুদিনের মধ্যে তবে এই মরশুমেই হয়তো নতুন দুই বিদেশী ডিফেন্ডারকে দেখা যাবে লাল হলুদ জার্সিতে।তবে দুই বিদেশী কোন দেশ থেকে আসতে চলেছে সেই দিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।