
স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ তে টি-২০ সিরিজ জিতল ভারত। গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবের জুটিতে লুটি। সুপার ওভারের তিন বলেই খেল খতম। প্রথম বল ওয়াইড। পরের দু’বলে আউট কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা। সিরিজে প্রথম ম্যাচেই বাজিমাত ওয়াশিংটন সুন্দরের। সুপার ওভারের প্রথম তিন বলেই জোড়া উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। জয়ের জন্য সুপার ওভারে ৩ রান প্রয়োজন ছিল ভারতের। প্রথম বলেই চার মেরে খেলা শেষ করে দেন সূর্যকুমার। নিশ্চিত হার থেকে জয়ের সরণিতে। জয় দিয়ে অভিযান শুরু করলেন গৌতম গম্ভীর। আবার ৩০ রানে ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে ভারত। জবাবে ইনিংসের শেষ বলে ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে পৌঁছয় লঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে শেষ হাসি হাসেন গম্ভীর। আরও একবার জেতা ম্যাচ হাতছাড়া করল শ্রীলঙ্কা। অল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেও মাঝপথে খেই হারায় জয়সূর্যর দল। অন্যদিকে শেষ দুই ম্যাচেই খাদের কিনারে থেকে ফেরেন সূর্যরা।