
স্পোর্টস ডেস্ক :১৩ বছর পরে আইসিসির ট্রফির খরা কাটলো। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ২০০৭ সালের পরে দ্বিতীয় টি২০ বিশ্বকাপ ঘরে তুললটিম ইন্ডিয়া। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গোটা বিশ্বকাপে ব্যর্থ হলেও বিরাট কোহলি আসল সময় জ্বলে উঠলেন । তাঁর অর্ধশতরানে ভর করে দক্ষিণ আফ্রিকাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। ৫৯ বলে ৭৬ করে আউট হন কোহলি। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি-অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে দুর্দান্ত কামব্যাক। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের রান ১৭৬। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৭৭ রান।হেনরিকস ৪ রানের মাথায় বুমরাহর বলে বোল্ড হন অধিনায়ক মাকরাম নেমে ৪ রানে অশদীপের বলে আউট হন। এরপর স্ট্যাবশ আর কুইন্টন ডি কক পার্টনারশীপ সমস্যায় ফেলে ভারতকে।স্ট্যাবশ ৩১ রান করে অক্ষর প্যাটেলের বলে মারতে গিয়ে বোল্ড হন। ডি ককও ৩৯ করে অশদীপের বলে মারতে গিয়ে আউট হন। তবে হেনরি ক্লাসেন যেভাবে খেলছিলেন ভারত ম্যাচ হারতেও পারতো। ২৭ বলে ৫২ রানে সুন্দর ইনিংস খেলে হার্দিক পান্ডিয়ার বলে খারাপ শট খেলে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপরই শেষ হয়ে যায় প্রোটিয়ারা। ডেভিড মিলার সহ বাকিরা ভারতীয় বোলিংয়ের চাপ নিতে ব্যর্থ। বিশ্বকাপ নিয়ে ফিরলো টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির পরে যেমন টি২০ বিশ্বকাপ জিতলেন তেমনই তেমন ভারতীয় ক্রিকেটে ট্রাজিক নায়ক রাহুল দ্রাবিড় মর্যাদা পেলেন। প্লেয়ায় হিসেবে বিশ্বকাপ না পেলেও কোচ হিসেবে বিশ্বকাপ পেলেন নিজের ভারতীয় দলের কোচ হিসেবে শেষ ম্যাচে। যে ওয়েস্ট ইন্ডিজ ২০০৭ সালে অধিনায়ক দ্রাবিড়কে কাঁদায় সেই ওয়েস্ট ইন্ডিজ মাটিই কোচ দ্রাবিড়কে জাস্টিস ফিরিয়ে দিল।