
স্পোর্টস ডেস্ক :অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদের পাশাপাশি কয়েকজন ভারতীয় ক্রিকেটার ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন। বিরাট কোহলি-সহ বাকি ক্রিকেটাররা এখনও দলে যোগ দেননি। ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও দলের সবার সঙ্গে রওনা হননি। তিনি সরাসরি নিউ ইয়র্কে গিয়ে দলে যোগ দেবেন বলে যোগ দেননি। এবারের আইপিএল-এ লিগ পর্যায়ে মুম্বই ইন্ডিয়ানসের অভিযান শেষ হওয়ার পরেই দেশ ছাড়েন হার্দিক। তিনি কোনও অজ্ঞাত জায়গায় ছিলেন। সেখান থেকেই তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন। বিসিসিআই তাঁকে আলাদা যাওয়ার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।আইপিএল ফাইনাল খেলা টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা শীঘ্রই পাড়ি দেবেন নিউইয়র্ক। বিসিসিআই এদিন ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে লিখেছে, ‘নিউইয়র্ক পৌঁছল টিম ইন্ডিয়া। মিশন টি২০ বিশ্বকাপ।’ এদিকে, ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন রোহিতরা।