
স্পোর্টস ডেস্ক :পূর্ব নির্ধারিত সূচি মেনে বৃহস্পতিবার সাত সকালে দিল্লিতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন সাত নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছে গেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সকাল ১০.৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছায় ভারতীয় দলের টিম বাস। টিম ইন্ডিয়ার সদস্যরা ব্লেজার নয় পরেছিলেন ভারতীয় দলের জার্সি। তাতে লেখা ছিল চ্যাম্পিয়ন শব্দটি।সকাল ১১টা থেকে মোদীর বাসভবনে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সেই মতোই ১১টার একটু পরেই অনুষ্ঠান শুরু হল। বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ডের শীর্ষকর্তারা।চন্দ্রবাবু নাউডুর সঙ্গে সাক্ষাৎ করার পর ভারতীয় দলের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রায় দেড় ঘণ্টার বেশি সময় প্রধানমন্ত্রীর বাসভবনে কাটানোর পর ভারতীয় দল দুপুর ১২.৪৫ মিনিট নাগাধ সেখান থেকে বেরিয়ে টিম হোটলের উদ্দেশ্যে রওনা দেয়.ভারতীয় দলের সদস্যরা প্রথমে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন। রোহিত শর্মার হাতে ছিল ট্রফিটি। এরপর একটি ঘরে টিম ইন্ডিয়ার ক্রিকেটার এবং কর্মকর্তারা উপস্থিত হন, সেখানে প্রবেশ করেন নমো। সকলরে নমস্কার করেন। এরপর রোহিত এবং কোচ রাহুল মোদীর হাতে ট্রফি তুলে দেন। এরপর প্রধানমন্ত্রী সকলের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেন, প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান।