
নিজস্ব সংবাদদাতা : কোয়ান্টাম নিরাপদ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভারতের ক্ষমতা আরও বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ভারত সরকারের টেলি-যোগাযোগ দপ্তরের আওতাধীন টেলিকম আর অ্যান্ড ডি প্রতিষ্ঠান সিনারজে কোয়ান্টাম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে। এই মউ-এর লক্ষ্য হল, সি-ডট এবং সিনারজে কোয়ান্টামের মধ্যে ড্রোন ভিত্তিক কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা স্থাপন। এই অংশীদারিত্ব আত্মনির্ভর ভারতের আওতায় গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রকে আরও মজবুত করবে, পাশাপাশি টেলিকম প্রযুক্তি ক্ষেত্রকে আরও নিরাপদ করে তুলবে।
মউ স্বাক্ষর অনুষ্ঠানে সি-ডট-এর মুখ্য কার্যনিবার্হী আধিকারিক ডঃ রাজকুমার উপাধ্যায় বলেন, ভারতের জন্য নিরাপদ ও আত্মনির্ভর ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি গবেষণা ও উন্নয়ন এবং বেসরকারি উদ্ভাবন জরুরি। কোয়ান্টাম প্রযুক্তি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিনারজে কোয়ান্টাম ইন্ডিয়ার স্থপতি ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী জয় ওবেরয় সি-ডট-এর সঙ্গে কাজ করতে পারায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব ড্রোন ভিত্তিক কোয়ান্টাম নির্ভর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভারতকে বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দিতে পারার ক্ষমতা রাখে।
এই অংশীদারিত্ব পরবর্তী প্রজন্মের জন্য কোয়ান্টাম নিরাপদ টেলি-যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে বলে আশা।