
জয়া মিশ্র বন্দ্যোপাধ্যায়, দেওরিয়া,উত্তরপ্রদেশঃ বিয়েবাড়ির মেনুতে মাংস নেই। নেই কোনও আমিষ পদের ব্যবস্থা। সেই নিয়ে রণক্ষেত্র হয়ে উঠল বিয়েবাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়াতে।
সূত্রের খবর, সুষমার সঙ্গে বিয়ে ঠিক হয় অভিষেক নামে এক যুবকের। বিয়ের দিন মালাবদলের পরেই খেতে চায় বরযাত্রীরা। কিন্তু খাবার জায়গায় গিয়ে তাঁরা দেখেন, মেনুতে কোনও আমিষ পদ নেই। আমিষ খাবার না পেয়ে রেগে গিয়ে কনেপক্ষের সঙ্গে ঝামেলা শুরু করেন বরের বাড়ির লোকজন। অভিযোগ, কনেপক্ষের একজন মহিলাকে চড় মারেন বরের আত্মীয়দের একজন। সেখানে থেকেই হাতাহাতি। একে অপর পক্ষকে লক্ষ্য করে লাথি-ঘুষি মেরেছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেশ কছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর হয়েছেন অন্তত আহত ৬ জন। আহতরা সকলেই কনে পক্ষের বলে জানা গিয়েছে। কনেপক্ষের অভিযোগের ভিত্তিতে পাত্র অভিষেক সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।