
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ ভারতে ঢুকতে চাইছে বাংলাদেশের জেল ভেঙে পালানো ২৭ জন জঙ্গি। বিশেষ সর্তকবার্তা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। ভারত বাংলাদেশ সীমান্তে ২৪ ঘণ্টা কড়া নজরদারি।
বাংলাদেশী শরণার্থীদের ভিড়ে মিশে ভারতে ঢুকতে চাইছে বাংলাদেশের জেল ভেঙে পালানো ২৭ জন জঙ্গি। এই ব্যাপারে বিএসএফকে ফের অমিত শাহের মন্ত্রক থেকে বিশেষ সর্তকবার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সীমান্তে ২৪ ঘণ্টা কড়া নজরদারি রাখতে হবে।
সূত্রের খবর, বাংলাদেশের জেল ভেঙে পালানো ২৭ জঙ্গির মধ্যে রয়েছে আল কায়েদার কিউআইএসের সেকেন্ড ইন কমান্ড ইমানুল হক, জেএমবির সোহেল মাফুজ, আবু তালহা এবং জেএমবির সোহেল মাফুজ। জানা গিয়েছে, তালহা ভারতে আল কায়েদার মডিউল তৈরির অন্যতম কারিগর। সোহেলই এই বাংলার খাগড়াগড় বিস্ফোরণ ও ঢাকার হোলি আর্টিজেন কাফে হামলার অন্যতম অভিযুক্ত। এছাড়াও বাংলাদেশের জেল ভেঙে পালানো জঙ্গিদের তালিকায় রয়েছে তালহার ভারতীয় স্ত্রী জেএমবির নারীশক্তি ইউনিটের ফারিয়া আফরিন। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও গুজরাটের বিভিন্ন থানা এলাকায় ১০টির বেশি মামলা রয়েছে তালহা ও তার স্ত্রী ফারিয়ার বিরুদ্ধে।
জেল ভেঙে পালানো বন্দিদের তালিকায় রয়েছে আনসার আল ইসলামের নিয়ামাতুল্লা ও তার দুই শাগরেদ আব্দুল আলিম ও জাকারিয়া মণ্ডলও।
গোয়েন্দা সূত্রের খবর, শুধু জঙ্গিই নয়, গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে হাসিনা পালিয়ে যাওয়ার পর নরসিংদি, শেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, গাজিপুর ও জামালপুর জেল ভাঙার ঘটনা ঘটে। ওই জেলগুলিতে অন্তত ১২০০ কুখ্যাত অপরাধী ছিল। তাদের সিংহভাগ অংশই শরনার্থী সেজে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে বলে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে শুক্রবার রাতে বিএসএফকে ফের সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের মধ্যে রয়েছে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকা। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২ হাজার ২১৭ কিলোমিটার।