
সোমনাথ মুখোপাধ্যায়ঃ আরও কাছে এগিয়ে আসছে রেমাল। যার প্রভাবে, রবিবার সন্ধ্যের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে ঝোড় হাওয়া। মৌসম ভবন জানিয়েছে, বাংলাদেশের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় এটি আছড়ে পড়বে। রাত ১১টা থেকে ১টার মধ্যে রেমেল। মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সে সময় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকেই। আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।