
স্পোর্টস ডেস্ক :ভারতের ২০২৪ টি২০ বিশ্বকাপ জার্সি উদ্বোধন হলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বোর্ড সচিব জয় শাহ আর অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে। এদিন বোর্ডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা, ‘সময় হয়ে এসেছে আমাদের নতুন রংকে স্বাগত জানানোর।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বোর্ড সচিব জয় শাহ এবং রোহিত জার্সি হাতে দাঁড়িয়ে। ভারতীয় ক্রিকেট টিমের কিট স্পনসরের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। গত ৬ মে ভারতের বিশ্বকাপ জার্সি উন্মোচন হয়। সেই ভিডিয়োতে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবরাও ছিলেন।