
স্পোর্টস ডেস্ক :১৯৭৪ যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের সোনার জয় এক গর্বের ইতিহাস। আর তার ৫০ বছর জয় উদযাপন করলো এআইএফএফ।এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে সেই দলকে সম্মান জানালো ফেডারেশন। সেই দলের অধিনায়ক সাব্বির আলি ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই দলে একধাকি ফুটবলার। যেমন দিলীপ পালিত, সিসি জেকব, শিশির গুহ দস্তিদার, গোবিন্দ (রঞ্জিত) দাস প্রমুখ। আমন্ত্রিত হয়েও এ দিন উপস্থিত ছিলেন না যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সহ-অধিনায়ক প্রসূণ বন্দ্যোপাধ্যায়। প্রসূণ লোকসভা ভোটে হাওড়া থেকে দাঁড়িয়েছেন ফলে ব্যস্ত হলেও তিনি এদিন এসেছিলেন।
এছাড়াও ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে প্রাক্তন ফেডারেশন সহ সভাপতি তথা আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত আইএফএ সচিব অনির্বাণ দত্ত এদিন হাজির ছিলেন। কল্যাণ চৌবে বলেছেন, “আমি যখন খেলোয়াড় হিসেবে যখন জীবন শুরু করি তখন একটা কথা বারবার শুনছে যে সাতের দশক ছিল ভারতীয় ফুটবলের সোনালি অধ্যায়। আমি কৃতজ্ঞ সাব্বির দা’র (সাব্বির আলি) কাছে এপ্রিল ৩০, ১৯৭৪-এর কথা মনে করিয়ে দেওয়ার জন্য যাতে আমরা গর্বের সেই দিনের পঞ্চাশ বছর উদযাপন করতে পারি।স্বাধীনতার পরবর্তী ৪৮ বছর আমরা ফিফা ফ্রেন্ডলি-র উইন্ডোকে ঠিক ভাবে কাজে লাগানোর কথা ভাবিনি। সেই সময়ের পলিসি (১৯৪৮-১৯৯৮) অনুযায়ী আমরা অলিম্পিক এবং এশিয়ান গেমেসের বাইরে কিছু ভাবতেই চাইতাম না।”