
সুমন্ত দাশ গুপ্ত, নয়া দিল্লি: জেড প্লাস ক্যাটিগোরির নিরাপত্তা পেয়ে থাকেন দেশের একাধিক নেতা, মন্ত্রী, অভিনেতারা। এবার এই সুরক্ষা প্রদানের নিয়মেই বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন পর্যন্ত এই ‘হেভিওয়েট’দের নিরাপত্তা প্রদানের দায়িত্বে ছিল এনএসজি কমান্ডো অর্থাৎ ‘ব্ল্যাক ক্যাট’। কিন্তু আগামী মাস থেকে এই দায়িত্ব এবার দেওয়া হবে সিআরপিএফের বিশেষ বাহিনীকে।
সূত্রের খবর, ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের একটি নতুন ব্যাটেলিয়নকেও অনুমোদন দিয়েছে। এই জওয়ানদের সম্প্রতি সংসদের নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে ভিআইপিদের নিরাপত্তায় সিআরপিএফের এই বিশেষ বাহিনীতে যুক্ত করা হয়েছে। যদিও গতবছরই সংসদে হামলার পর সিআরপিএফকে সরিয়ে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে সিআইএসএফের কাছে।
দেশে এখন এই জেড প্লাস ক্যাটিগোরির নিরাপত্তা পান ৯ জন। এই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সভানেত্রী মায়াবতী, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ, জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং।
জানা গিয়েছে, জেড প্লাস ক্যাটিগোরির নিরাপত্তাপ্রাপ্ত ৯ জনের মধ্যে দু’জনকে উন্নত সুরক্ষার জন্য এএসএল প্রোটোকল দেওয়া হবে। সূত্রের খবর, এই দু’জন হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বর্তমানে এই নিরাপত্তা পেয়ে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, গান্ধি পরিবারের তিন সদস্য সোনিয়া, রাহুল ও প্রিয়াংকা। অন্যদিকে এবার থেকে এনএসজি কমান্ডোদের কেবল জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অপারেশনে ব্যবহার করা হবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।