
স্পোর্টস ডেস্ক :তৃতীয় টি-২০ ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত। প্রথম ম্যাচে শুভমন গিলদের হারিয়ে চমক দেওয়ার পর বাকি দুই ম্যাচে আত্মসমর্পণ জিম্বাবোয়ের। বুধবার হারারে স্পোর্টস ক্লাবে ২৩ রানে জিতে সিরিজ ২-১ এ এগিয়ে গেলেন শুভমন গিলরা। ৬৬ রান করেন ভারত অধিনায়ক। বল হাতে ৩ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ম্যাচের সেরা ভারতের অলরাউন্ডার। একমাত্র ডিয়ন মেয়ার্স ছাড়া জিম্বাবোয়ের কোনও ব্যাটার রান পায়নি। ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস।
প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়ে হারতে হয় ভারতকে। তাই পরের দুই ম্যাচে কোনও ঝুঁকি নেননি শুভমন। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম উইকেটে ৬৭ রান যোগ করে শুভমন গিল, যশস্বী জয়েসওয়াল জুটি। বিশ্বকাপের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি। প্রায় দেড় মাস পর বাইশ গজে ব্যাট হাতে নামেন। শুরুতে কয়েকটা বড় শটও হাঁকান। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি যশস্বী। ২টি ছয়, ৪টি চারের সাহায্যে ২৭ বলে ৩৬ রান করেন।