
স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের হারের দায় নিলেন অধিনায়ক শুবমান গিল। নিজে ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখালেও, দলকে জেতাতে পারেননি শুবমান। নিজের ও দলের পারফরম্যান্সে হতাশ এই তরুণ। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমরা খুব ভালো বোলিং করেছি। কিন্তু আমরা নিজেদের দোষেই এই ম্যাচে হেরে গেলাম। আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। দলের সবাইকে দেখে ক্লান্ত মনে হয়েছে। আমাদের কথা হয়েছিল, সবাই ক্রিজে গিয়ে সময় নেব এবং আমাদের ব্যাটিং উপভোগ করব। কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলা হল না। ইনিংসের মাঝামাঝি সময়েই আমরা ৫ উইকেট হারিয়ে বসি। আমি যদি শেষপর্যন্ত ক্রিজে থাকতাম, তাহলে দলের পক্ষে সবচেয়ে ভালো হত। আমি যেভাবে আউট হয়েছি এবং ম্যাচ যেভাবে হয়েছে, তাতে আমি খুবই হতাশ। আমাদের কিছুটা আশা ছিল। কিন্তু ১১৫ রান তাড়া করতে নেমে যখন দলের ১০ নম্বর ব্যাটারকে ক্রিজে যেতে হয়, তার মানে কোথাও সমস্যা আছে।’