
ওঙ্কার ডেস্ক: সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। এর আগে অষ্টম বেতন কমিশন গঠনে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী বছরের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। সূত্রের খবর, প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগী এই কমিশন গঠিত হওয়ার ফলে সুবিধা পাবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘভাতার কাঠামো নির্ধারণ করে বেতন কমিশন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অষ্টম বেতন কমিশন গঠিত হওয়ার কথা জানিয়েছেন। শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যকে নিয়োগ করা হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে অষ্টম বেতন কমিশন বেতন ও অন্য আর্থিক বিষয়ে সুপারিশ করতে পারে তা স্থির করা হবে। এছাড়া ২০২৬ সাল থেকে যাতে ওই সুপারিশগুলি কার্যকর করা যায়, অষ্টম বেতন কমিশন গঠিত হচ্ছে সেই লক্ষ্যেও।
প্রতি ১০ বছর অন্তর কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। মনমোহন সিংয়ের আমলে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। সেসময়ে ওই কমিশন রিপোর্ট জমা দেয় ২০১৫ সালের ১৯ নভেম্বর। এরপর ২০১৬ সালের পয়লা জানুয়ারি কমিশনের সুপারিশ কার্যকরী হয়েছিল।