
ওঙ্কার ডেস্ক: অধস্তন কর্মীর স্ত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক সেনা আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের শিলংয়ে। ইতিমধ্যে ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলং এ সেনা আধিকারিকদের আবাসনে। অভিযুক্তের বিরুদ্ধে ১০ মার্চ ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২) (যৌন হেনস্থা), ৭৯ (মহিলাদের শালীনতা লঙ্ঘন), ৩৫১ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে শিলংয়ের মদনরতিং থানায়।পূর্ব খাসি হিলস জেলার পুলিশ সুপার বিবেক সিয়াম বিষয়টি নিয়ে জানিয়েছেন, ব্রিগেডিয়ার পদমর্যাদার এক সেনা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁর অধস্তন কর্নেল পদমর্যাদার এক কর্মীর স্ত্রীর যৌন হেনস্থা করেছেন বলে। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার তদন্তের জন্য একজন পুলিশ আধিকারিককে নিযুক্ত করা হয়েছে বলে এসপি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ভারতের সেনাবাহিনীর তিন জওয়ান একটি চলন্ত ট্রেনে কলকাতার এক নাবালিকাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। মাদক দিয়ে অজ্ঞান করে সেই নাবালিকাকে লাগাতার গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।