
ওঙ্কার ডেস্ক: উত্তরাখণ্ডের বদ্রীনাথে তুষারধসের ঘটনায় এখনও পর্যন্ত ৪৭ জন শ্রমিককে উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারী দল। চামোলি জেলার মানা গ্রামে তুষারধসের পর এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। তাঁদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।
বদ্রীনাথে শুক্রবার তুষার ধসের জেরে কর্মরত অবস্থায় প্রায় ৫৭ জন বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) কর্মী আটকে পড়েছিলেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তা বিনোদ কুমার সুমন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ৪৭ জন শ্রমিককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বিআরও-এর ৫৭ জন শ্রমিকের মধ্যে দুজন ছুটিতে গিয়েছিলেন, তাই সেখানে ৫৫ জন শ্রমিক কাজ করছিলেন।
শুক্রবার বিপর্যয়ের পর উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বর্ডার রোডস অর্গানাইজেশনের সদস্যরাও। শুক্রবার একটি বৈঠকে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি উদ্ধার হওয়া শ্রমিকদের বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মানায় হেলিপ্যাড খোলার নির্দেশ দেওয়ার পাশাপাশি যোশীমঠে অবস্থিত সেনা হাসপাতাল, জেলা হাসপাতাল এবং ঋষিকেশের এইমস-এ পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।
ভিডিও দেখুন-