
ওঙ্কার ডেস্ক: বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হল টাকার পাহাড়। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে হিসেবে বহির্ভূত বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। ওই বিচারপতিকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদে বদলি করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
কীভাবে উদ্ধার বিপুল নগদ? জানা গিয়েছে, গত সপ্তাহে হোলির সময় বিচারপতির পরিবারের সদস্যরা শহরের বাইরে ছিলেন। সেই সময় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ইমার্জেন্সি নম্বরে ফোন করলে তারা এসে টাকা দেখতে পান। পরে পুলিশকে গোটা বিষয়টি জানান তারা।
বিষয়টি সরকারি পদ্ধতির মাধ্যমে পৌঁছয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। তাঁর নেতৃত্বে কলেজিয়াম বিচারপতি ভার্মাকে বদলি করার সিদ্ধান্ত নেয়। তবে বিচারপতি ভার্মা এখনও নগদ টাকা উদ্ধারের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
সূত্রের খবর, নগদ অর্থ উদ্ধারের বিষয়টি প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন।পাঁচ সদস্যের কলেজিয়াম বিচারপতি ভার্মার বদলির বিষয়ে একমত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কলেজিয়ামের কিছু সদস্য আরও কঠোর পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন। বিচার বিভাগের সুনাম নষ্ট করার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন তাঁরা। বিচারপতি ভার্মাকে পদত্যাগ করার কথাও বলা হয়েছিল। বিচারপতি ভার্মার বিরুদ্ধে আরও কোনও কঠোর পদক্ষেপ করা হয় কি না আপাতত সেটাই দেখার।