
ওঙ্কার ডেস্ক: আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। তবে এবারের যাত্রা নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির চত্বরের ৩০ মিটারের মধ্যে ভিডিয়ো রেকর্ড করা, রিল বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি কেউ নির্দেশ অমান্য করে তবে সেক্ষেত্রে প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কমিটি।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দির চত্বরের ৩০ মিটারের মধ্যে মোবাইল বা ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ। যাঁরা ভিডিয়ো রিল বানান, ভ্লগ করেন এমন ব্যক্তিদের মন্দির পরিসরে ঢুকতে দেওয়া হবে না বলে কেদারনাথ-বদরীনাথ পান্ডা সমিতি স্পষ্ট জানিয়েছে। আসন্ন চারধাম যাত্রায় ভিআইপি দর্শনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন চারধাম যাত্রার শুভসূচনা হবে। গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের দরজা ওই দিন খুলে দেওয়া হবে। পুণ্যার্থীদের জন্য আগামী ২ মে কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হবে এবং বদরীনাথ ধামের দরজা খুলে দেওয়া হবে ৪মে। দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হলে পুণ্যার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেজন্য আশ্রয় নেওয়ার জন্য ১০টি স্থানকে নির্বাচন করা হয়েছে। রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ, হরবটপুর, বিকাশনগর, বড়কোট, হরিদ্বার, হৃষীকেশ, ব্যাসী, শ্রীনগর এবং ভটওয়াড়িতে রাতে থাকার ব্যবস্থা-সহ চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে।