
ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। আহত হয়েছেন আরও ২২ জন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরের গঙ্গাসাগরমে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পর্যটকদের নিয়ে একটি প্রাইভেট বাস তিরুপতি থেকে তিরুচিরাপল্লি যাচ্ছিল। গঙ্গাসাগরমে রাস্তায় একটি ট্রাক দাঁড়িয়েছিল। ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাসটি গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ফলে উল্টে যায় পর্যটক বোঝাই ওই বাসটি। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে জখম হয়েছেন আরও ২২ জন যাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক সুমিত কুমার। উদ্ধারকাজে তদারকি করেন তিনি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চিত্তুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি, সঙ্কটজনক অবস্থায় রয়েছেন যাঁরা তাঁদেরকে ভেলোর সিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসায় সবরকমের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সুমিত কুমার। শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রী এম রামপ্রসাদ।