
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: মেদিনীপুর মেডিকেলে স্যালাইন-কাণ্ড এবার নতুন মোড় নিতে চলেছে। তদন্তে নেমে রাজ্য পুলিশের গোয়েন্দাদের সামনে উঠে আসছে বেশকিছু জিজ্ঞাসা। তারই সূত্র ধরে এদিন ওই হাসপাতালের দুই চিকিৎসক দিলীপ পাল ও হিমাদ্রি নায়েককে তলব করে সিআইডি। তারই জেরে শুক্রবার ভবানী ভবনে হাজির হন এই দুই সিনিয়র চিকিৎসক।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যালের এই দুই সিনিয়র চিকিৎসককে ঘিটিনাটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিন তাঁরা ডিউটিতে ছিলেন কি না, তা জানার চেষ্টা করেছে সিআইডি। অভিযোগ, ঘটনার দিন এই দুই চিকিৎসকেরই ডিউটি ছিল কিন্তু তাঁরা কাজে আসেননি। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তান প্রসবের পরেই অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি। অভিযোগ, স্যালাইন নেওয়ার পরই এই অসুস্থতা। প্রশ্ন ওঠে স্যালাইনের মান নিয়ে। এক প্রসূতির মৃত্যুও হয়। এই ঘটনায় তুমুল শোরগোল হয়। সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার।