
ওঙ্কার ডেস্ক: সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন সিআরপিএফ-এর এক জওয়ান। মঙ্গলবার জম্মুকাশ্মীরের উধমপুরে এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত জওয়ানের নাম প্রবীণ পাতিল। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। জম্মুকাশ্মীরের উধমপুর জেলায় জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের পাশে টিকরি এলাকায় ডিউটি ছিল তাঁর। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই সিআরপিএফ জওয়ান তাঁর সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেছেন। তবে তাঁর আত্মঘাতী হওয়ার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে পুলিশের তরফে।
উল্লেখ্য, সিআরপিএফ জওয়ানের আত্মঘাতী হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে গত বৃহস্পতিবার মণিপুরের ইম্ফলে ল্যামসাংয়ে সেনা ছাউনিতে এক সিআরপিএফ জওয়ান তাঁরই দুই সহকর্মীকে গুলি করে হত্যা করে নিজেকেও গুলিবিদ্ধ করে আত্মঘাতী হয়েছেন। তাঁর ছোঁড়া গুলিতেই আরও ৮ জন জওয়ান আহত হন।