
ওঙ্কার ডেস্ক: এতদিন রাজধানীর স্থায়ী বাসিন্দাদের জল ও বিদ্যুৎ বিনামূল্যে পাইয়ে দিয়েছে আম আদমি পার্টি পরিচালিত সরকার। এবার রাজধানীতে বসবাসকারী ভাড়াটিয়াদেরও বিনামূল্যে জল ও বিদ্যুৎ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এপ্রসঙ্গে কেজরিওয়াল বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ দিল্লিতে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। আমি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছি। ওঁরা জানিয়েছেন, স্কুল ও হাসপাতালে বিশেষ সুবিধা পেলেও বিনামূল্যে বিদ্যুৎ ও জলের পরিষেবা তাঁরা পাচ্ছেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে আপ সরকার ফের ক্ষমতায় এলে এবিষয়ে উদ্যোগী হবেন বলে জানান কেজরিওয়াল।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। এক দফাতেই ভোট হবে ৭০টি আসনে। নির্বাচনের ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি। ইতিমধ্যে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে আপ, বিজেপি এবং কংগ্রেস। প্রতিটি রাজনৈতিক দলের তরফে নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটানো হচ্ছে। দিল্লিবাসী ক্ষমতার আসনে কাকে বেছে নেবেন তা বলবে সময়ই।